নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলা বিএনপির কর্মসূচীতে এসে প্রধান অতিথির সামনেই জেলা বিএনপির সদস্যকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন নবগঠিত মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জে ও মুন্সিগঞ্জে যুবদল কর্মী শাওনের হত্যার প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ কান্ড ঘটান তিনি। এসময় টিটুই এর প্রতিবাদ করেন।
জানা যায়, কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঞ্চে উঠে তিনি বক্তব্য শুরু করার পর হটাত করেই রিজভীর অদূরে দাঁড়ানো জেলা বিএনপির সদস্য কাজী নজরুল ইসলাম টিটুকে চেয়ার থেকে উঠে এসে সজোরে ধাক্কা দেন সাখাওয়াত। ঘটনার আকস্মিকতায় সকলে অবাক হয়ে যান।
এদিকে সাখাওয়াতের এক অনুসারী জানান, এই টিটু যেকোন কর্মসূচীতে সামনে এসে দাঁড়িয়ে থাকে। তাকে কোনভাবেই সরানো যায়না। উনি আজও ক্যামেরার সামনে এসে দাঁড়ানোয় পেছন থেকে রিজভী ভাইকে দেখা যাচ্ছিলনা বলে তাকে সরতে বলা হয়েছে।
টিটু জানান, আমি দাঁড়িয়েছিলাম। এসময় কেন আমার সাথে এহেন আচরণ করা হলো আমার বোধগম্য নয়।
এদিকে রিজভীর বক্তব্য চলাকালে সিনিয়র নেতাদের এহেন আচরণে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের নেতাকর্মীরা।