বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে। এখন আমাদের সামনে আগানো ছাড়া কোন রাস্তা নেই। আপনারা দেখুন আমাদের পুলিশ ভাইয়েরা পানিতে লাফিয়ে পড়েছে। পুলিশ ভাইয়েরা সতর্ক হোন। নয়ত আপনাদের মুন্সিগঞ্জের মত পানিতে ঝাঁপ দিতে হবে। আওয়ামী লীগের জন্য কাজ না করে আপনারা দেশের জন্য কাজ করুন। আপনারা দেশের সেবক।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে যুবদলের দুই কর্মী শাওন প্রধান ও শাওন ভূঁইয়া হত্যার প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আজাদ বলেন, মুন্সিগঞ্জে যে ঘটনা ঘটেছে আমাদের আজকের প্রধান অতিথি সেখানে গিয়েছেন। নারায়ণগঞ্জের ঘটনায়ও বিএনপি মহাসচিব এসেছিলেন। ঘটনা ঘটছে তার প্রতিবাদও হচ্ছে।
তিনি আরো বলেন, শাওন চলে গেছে। সে আর কোনদিন আসবে না। শাওনের বড় ভাই আজ তার বিচার চাচ্ছে। আপনারা কি প্রতিবাদ করবেন না। আসুন সকলে মিলে রাস্তায় নামি। দেখি কয়জনের লাশ ফেলতে পারে তারা।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি কাশিপুর ইউনিয়ন যুবদলে সেক্রেটারি সৈকত হাসান ইকবাল প্রমুখ।