ফতুল্লার শিয়াচর থেকে জামিল হোসেন (১৩) নামক এক মাদ্রাসা ছাত্র
ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২১ সেপ্টেম্বর ফতুল্লা থানার
শিয়াচরস্থ নুজ বাসা থেকে বের হয়ে জামিল হোসেন নিখোঁজ হয়।
নিখোঁজ জামিল হোসেন ফতুল্লা মডেল থানার দক্ষিণ শিয়াচরস্থ ফোরকান মসজিদ সংলগ্ন হাবিব মিয়ার বাড়ীর আবুল বাশারের পুত্র ও কোতালেরবাগ আঃ মান্নান ফাইজিয়া নূরানী মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র।
বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে নিখোঁজ জামিল হোসেনের বড় ভাই ওমর ফারুক(২৫) বাদী হয়ে রোববার (২৫ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী (নং-১৭৫০) করেন। সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়, নিখোজ জামিল হোসেন ২১ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে কোতালেরবাগ আঃ মান্নান ফাইজিয়া
নূরানী মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে আসে নাই। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনে (নং- ০১৮১৬-৬৪০১৪৮, ০১৯৬৭-৬৭৫৪৬৯) ফোন করিলে তা বন্ধ পাওয়া যায়।
পরিচিত বিভিন্ন স্থান সহ আত্মীয় স্বজনদের বাসায় খোজাখুজি করে তাকে আর পাওয়া যায়নি।
এ বিষয়ে সাধারন ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির (২)
জানায়,সাধারম ডায়রীর সূত্র ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র কে খুঁজে
বের করার চেস্টা করছে পুলিশ।