নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক হাজার পাঁচশত পিছ ইয়াবা ট্যাবলেট সহ ফারজু আক্তার (৩৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিমরাইল চিটাগাংরোডস্থ হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট সংলগ্ন কৃষি ব্যাংকের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী ফারজু আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া শেষে তাকে আদালতে প্রেরষ কওে ডিবি পুলিশ।