ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ১৪ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে ও এ কে এম অয়ন ওসমানের পক্ষ থেকে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাড়া বালুর মাঠ ব্লুপেয়ার রেস্টুডেন্ট আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় যুবলীগের শান্ত খান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কখনোই এ দেশ স্বাধীন হতো না। ১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষন জাতি শুনতে পারতো না। ১৯৭৫ সালে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন অসম্প্রদায়িক দেশ গড়তে। ১৯৮১ সালের ১৭ ই মার্চ দেশের মাটিতে পদার্পন করেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বলেছিলেন, আমি এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে কাজ করব। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় এসে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করেছেন যার ফলে দেশ আজ ডিজিটালে রূপান্তরিত হয়েছে। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।এরি সাথে দেশবাসীর কাছে নারায়ণগঞ্জের ৪ আসনের এমপি জননেতা এ কে এম শামীম ওসমানের পুত্র যুব সমাজের অহংকার এ কে এম অয়ন ওসমানের সুস্থতা কামনায় করছি।
দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মারুফুল ইসলাম মহাসিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী অরিজিত সিল মন্টি, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের অন্যতম নেতা আরাফাত খাঁন শান্ত, মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শুভ রায়( বাকের ভাই) ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, যুবলীগ নেতা রনজিত সাহা, আলামিন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মামুন মোল্লা, আরিফুল হক ফাহিম, শেখ সাকিব হাসান বাবুন, ১৪ নং ওয়ার্ড যুবলীগের মোঃইমন, ১৩ ও ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সায়েম রেজা, অভি খাঁন, মানিক মিয়া, শুভ মন্ডল, কুট্টি সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।