বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দোয়া ও কেক কাটার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি এইচ.এম রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।
সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৮৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। আজকে আমি মহানগর যুবলীগের নেতৃত্ব দিচ্ছি। এর পিছনে মুল শক্তি হলো আপনারা যারা আমার সামনে বসে রয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আজ দেশের এত উন্নয়ন পিছনে যার এত অবদান সেই প্রিয় নেত্রী যেদিন দেশে ফিরে আসেন সেদিন থেকেই তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে।বঙ্গবন্ধুর হত্যাকারী ও যোদ্ধাপরাধীদের বিরুদ্বে বিচারের ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পেয়ে যায়, বিদ্যুতের স্বল্পতা নেই, পদ্মা সেতু মেট্টোরেল, কর্নফুলি টানেল সহ বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে কাজ করে চলেছেন। এ উন্নয়নের চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। আপনারা প্রধবনমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন।
অনুষ্ঠানে মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি হামদান-উর-রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া সম্পাদক জে.আর রাসেল আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক ভূঁইয়া বাদল, মুক্তিযোদ্ধা সন্তান তাসলিমা তাসনুভা ইসলাম নওরিন, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের রিয়াজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাসান রিয়েল, মহিলা নেত্রী সোনিয়া, বন্দর থানার সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সহ-সভাপতি দারুল ইসলাম,মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের নেতা আদিম খান, জাতীয় পাটির আনোয়ার হোসেন, রনি, ফতুল্লা থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি অহিদুল ইসলাম অহিদ, সেক্রেটারি মো.সহিদুল ইসলাম প্রমিত, সিনিয়র সহ-সভাপতি রাজু শেখ, সদর থানা সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম নিজাম, বন্দর থানা সদস্য আতিকুর রহমান নাহিদ, মহিলালীগের চম্পা ভূঁইয়া,রুনা আমিন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের ১৫ নং ওয়ার্ড সহ-সভাপতি সদস্য নূর হোসেন কাবিদ, রূপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।