ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা অন্তর্গত এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখায় গতকাল দুপুরে নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শাখার সেক্রেটারী আলহাজ্ব মোঃ আমান উল্লাহ আমান।
তিনি বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের গঠনমূলক রাজনীতি দেখে দেশের সচেতন নাগরিক সমাজ দলে দলে ইসলামী আন্দোলনে যোগদান করছে আর এই সম্মেলন তারই প্রমাণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহজাহান বেপারী।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এনায়েতনগর ৭নং ওয়ার্ড শাখার আজকের সম্মেলন থেকে বলতে চাই ইসলামী আন্দোলনের সকল নবাগত সদস্যকে নিজেদের মানোন্নয়ন করে তৃণমূল রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
৭নং ওয়ার্ড শাখার সভাপতি মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রায় অর্ধশতাধিক নবাগত সদস্যদের উপস্থিতিতে প্রোগ্রামটি সম্পন্ন হয়।সম্মেলনটি শেষে অধিক সদস্য ফরম পূরণ করা কর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।