নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনেই নৌকা মার্কার প্রার্থী চান নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
শনিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
গাজী বলেন, আমরা চাই আমাদের সম্মেলন সফল হোক। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসন যেন নৌকার প্রার্থী হয়৷ আমি সেই আহ্বান জানাই।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংসদ মীর্জা আজম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।