জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা জাসদের নেতাকর্মীরা।
শনিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি মোহর আলী চৌধুরীর নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের মন্ডলপাড়া এলাকায় জাসদের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি মন্ডলপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া শহীদ মিনার এলাকা প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন এসএম ইব্রাহিম, সৈয়দ হোসেন, শফিকুল ইসলাম ভূঞা, মোহসিন আহমেদ, মোঃ জয়নাল, মোঃ গনি মিঞা, কমরেড বাচ্চু মিঞা, মাসুদ চৌধুরী প্রমুখ।