1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

সরকারি নির্দেশ অমান্যর ফলে বিআরটি’র ভ্রাম্যমাণ আদালত উৎসব ট্রান্সপোর্ট লিঃকে জড়িমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪০০ Time View

উৎসব ট্রান্সপোর্ট লিঃকে নাম পরিবর্তনের নির্দেশ দিলেও তা আমলে নিচ্ছেনা তারা। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ( মোবাইলকোট) এর মাধ্যমে প্রতিদিন জড়িমানা মাধ্যমে সতর্ক করলেও উৎসব ট্রান্সপোর্ট লিঃ কতৃপক্ষ আমলে নিচ্ছেন না। ফলে নজিরবিহীন ঢাকা-নারায়াণগঞ্জে যখন যানজটের নাজেহাল ও দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী খেটে খাওয়া জনসাধারণকে। ঠিক এ সময় ঢাকা টু নারায়ণগঞ্জ উৎসব ট্রান্সপোর্ট লিঃ এর বিরুদ্বে মামলা থাকায় সত্ত্বেও ঢাকা ডিএমপি থেকে মৌখিকভাবে দশটি গাড়ির চলার অনুমোদন দিলেও বর্তমানে অবৈধ ভাবে চলছে ৪০ টিরও অধিক গাড়ি।

এদিকে বৈধ ও অবৈধ বাস-মিনিবাস সনাক্ত করনের জন্য শনিবার ( ১ অক্টোবর ) একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ জেলা এডিএম শাখা থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিআরটিএকে তারা যেন বৈধ বাস-মিনিবাস গুলাকে সিরিয়াল এর মাধ্যমে বৈধ অবৈধ পরিবহনকে সনাক্ত করতে পারে সে জন্য পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে জেলা এডিএম শাখার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা পিএএ জানান, শহরকে শৃঙ্খলা ফেরাতে আমরা এটা নিয়ে কাজ করছি। এবং দ্রুত্ব সমাধান আসবে।

উৎসব পরিবহন কর্তৃপক্ষ কামাল মিয়া জানান, যাত্রীদের কথা চিন্তা করে আমি ২০০২ সালে এ আধুনিক উৎসব পরিবহন নিয়ে আসি। সরকারী ভাবে ২৫ /০৬/২০০৩ সালে আমি উৎসব পরিবহন বৈধ হিসেবে নিবন্ধিত পেয়ে দীর্ঘ বছর এ ব্যবসা পরিচালনার পর। বিদেশে থাকা অবস্থায় আমার পরিবহন ব্যবসা অসৎ লোকের হাতে চলে যায়। দেশে এসে দেখতে পাই আমার ভাগীনা ও শহিদুল্লা মিয়া তারা পরিচালনা করছে। বিগত দিনে আমাকে তারা আমার ব্যবসা বুজিয়ে না দিয়ে আমাকে হুমকী দেওয়া হলে পরিবর্তীতে আইনের আশ্রয় ও সংবাদ সম্মেলন করি।

তিনি আরও বলেন,আমার উৎসব পরিবহন বিআরটিএ রেজিস্ট্রি কৃত পরিবহন যার নং সি-৪৯৬৩২ ট্রেড লাইসেন্স নং -২৩৮২৩। নারায়ণগঞ্জ টু ঢাকা রুট নং এ২৩৬। এবিষয়ে আমি মামলা দায়ের করি। সরকারি সংস্থা জয়েন স্টক থেকে শহিদুল্লা মিয়া ও কাজল মৃধা মালিকানা পরিবহন গুলার হুবহু নামের মিল থাকায় উৎসব ট্রান্সপোর্ট লিঃ কে বাতিল ঘোষণা করে ঐ সংস্থা। সরকারী বিধান অনুযায়ী যে হেতুক এক রুটে হুবহুব নামে পরিবহন থাকার কোন বিধান নেই তাই সরকারী সংস্থা জয়েন স্টক তাদের উৎসব ট্রান্সপোর্ট লিঃকে অবৈধ ও বাতিল ঘোষনা করে।

অনেক বছর পূর্বে দশটি গাড়ির পার্মিশন থাকলেও মেয়াদোত্তীর্ণ হীন গাড়িগুলো হল ঢাকা মেট্রো ব -১৫ – 6587,6590, 6606, 6592,6602, 6644.6609. 6610, 6613.6614,6645,6650,6611,6784,6686,6585,6777,6594,6707,6589,6588,6706,6705,6793,6586,6836,6837,6591,6786,6605,6604 সহ আরও অনেক গাড়ি।

এবিসয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন স্টক এর সহকারী নিবন্ধকের স্বাক্ষরিত ঘোষণাপত্রে যার সারক নং ২৬.০৩.১০.৩২.১৫.১৯ উল্লেখ করে বলা হয়েছে কামাল মৃধার রুট পারমিট ও ট্রেড লাইসেন্স বৈধ। এবং উৎসব ট্রান্সপোর্ট লিঃ ব্যবহৃত নাম সাংঘর্ষক হওয়ার ফলে তা নির্ধারিত সময়ের মধ্য কোম্পানীর আইন ১৯৯৪ এর ১১(২) ধারা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে উৎসব ট্রান্সপোর্ট লিঃ নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

এধিকে নির্দেশনা অমান্য ফলে উৎসব ট্রান্সপোর্ট লিঃ কোম্পানি বাস গুলাকে প্রতিনিয়ত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ( মোবাইলকোট) এর মাধ্যমে হাজার হাজার টাকা প্রতিদিন জড়িমানা করেও বিধি নিষেধ অমান্য করে উৎসব ট্রান্সপোর্ট লিঃ পরিবহনের কতৃপক্ষ কর্ণপাত করছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী বাস মালিকরা।

যেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী প্রতিনিয়তই বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন আমাদের নারায়ণগঞ্জ শহর খুবই ছোট। এই ছোট শহরে পরিবহনের সংখ্যাও অনেক। যা ধারণক্ষমতা নেই। তাই সকলের সহযোগিতা চেয়ে একটি আধুনিক নগর গড়ার লক্ষ্যে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL