শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের পূজামণ্ডপ ঘুরে ঘুরে দেখলেন ও খোজ খবর নিলেন সাবেক ৫ আসনের প্রায়াত এমপি নাসিম ওসমান এর সহধর্মিণী ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান।
গত সোমবার (৩ অক্টোবর ) রাতে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজাতে আমলা পাড়া, দেওভোগ আকড়া, শাহা পাড়া, টানবাজাবর, গোয়ালপাড়া,পালপাড়া ও রামকৃষ্ণ মিশন আশ্রম সহ বিভিন্ন মন্দির মন্ডপ সৌন্দর্য পরিদর্শন করেন।
অতিথি পারভীন ওসমান বলেন, শারদীয় দূর্গাউৎসব আজ অষ্টমী। আমি মূলত সপ্তমী ও অষ্টমীতে আসা হয়। আগামীকাল বন্দরে যাব। আাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তার কথায় আমি পালনকরী এবং মেনে চলি। আপনাদের সাবেক এমপি নাসীম ওসমান সাহেব দুপুরে বাহির হতেন রাত তিনটা পর্যন্ত বাহিরে ছিলেন। তিনি রাত্রেও বাহির হয়েছেন একা একা। বাড়িতে পৌছিয়ে তিনি বলতেন আমি দশবার শরিরের গামে ভিজেছি দশবার সুকিয়েছি।তিনি আরও বলতেন আসলে সকল ধর্মের মানুষকে ভালোবাসতে হলে তাদের কাছে যেতে হবে। তা ছাড়া আলোক সজ্জা লোকসমাগম আমার অনেক ভালো লাগে। অনেক সময় নাসিম ওসমান সাহেব দূর্গাপূজা মন্ডপে তিনি একা একা রাত্রে বের হতেন। সকল ধর্মের প্রতি তার যে মনোভাব আমার মনে হয় তার এধরনের মনোভাব তাকে শক্তি যোগান দিত। তাই সকলকে আমার পক্ষ থেকে শারদীয় দূর্গাউৎসব শুভেচ্ছা জানাই।
এ সময় অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে অতিথিকে বরণ করেন হিন্দু ধর্মাবলীদের নেতা তারাপদ আর্চায, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ,ননীগোপাল সাহা, রতন পোদ্দার, সূমা সাহা জাতীয় ছাত্র সমাজের জেলা সভাপতি শাহাদাত হোসেন রূপু, জাতীয় ছাত্র সমাজ মহানগর সভাপতি শাহ আলম সবুজ প্রমুখ।