নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা রাজপথের মানুষ। আমরা একদিন সভা করে শেষ করব না। দলের আন্দোলন সংগ্রামে আমরা তারেক রহমানের নির্দেশে রাজপথে থাকব।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে যুবদল নেতা শাওনসহ দেশব্যাপী পুলিশের সাথে সংঘর্ষে দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদে শোক র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেন্দ্র থেকে যে কোন কর্মসূচি ঘোষণা করা হলে তা সফলে আমরা রাজপথে থাকবো। আপনাদের সকলের প্রতি আমি আমরা কৃতজ্ঞতা জানাই। আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনব এবং এ দেশ থেকে হত্যা গুম খুন নিরসন করব।