নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে অনেক কাজ চলছে। কাজগুলো হয়ে গেলে ঢাকাকে বলবো নারায়ণগঞ্জ এসে দেখে যান আমরা কারা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে ভাল কাজ করার মানুষ আছে আবার খারাপ কাজ করার লোকও আছে। আপনারা চিন্তা করবেন না।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নাসিম ওসমান সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এই যে নারায়ণগঞ্জকে গতিশীল করে ফেলছেন এবং নারায়ণগঞ্জের আরও কিছু কাজ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। যেমন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার হচ্ছে। এগুলো হলে চিত্র পাল্টে যাবে।
এসময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল প্রমুখ উপস্থিত ছিলেন।