নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ইবিএল সিদ্ধিরগঞ্জ এজেন্ট আউটলেট কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর এজেন্ট মালিক মাসুদ রানার আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ হবুল, নুরুজ্জামান জজ, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুউদ্দীন মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল বাদল, সংরক্ষিত ৪,৫,৬ নং সংরক্ষিত নারীস কাউন্সিলর মনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা হাজী ইকবাল, আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি আব্দুস ছামাদ বেপারী, মশিউল হক সিনিয়র ম্যানেজর এজেন্ট ব্যাংক ইবিএল, মনির আহম্মেদ চৌধুরী ম্যানেজার এজেন্ট ব্যাংক ইবিএল প্রমুখ।