ফতুল্লায় হেরোইন সহ শাহিন (২৪) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত শাহিন ফতুল্লা মডেল থানার ভুইগড় মাহমুদপুরের জামালের বাড়ীর ভাড়াটিয়া মৃত সাহাবুদ্দিনের পুত্র।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় কড়ইতলা থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাতটার দিকে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার ভুইগড় মাহমুদপুরস্থ নিজামউদ্দিননসড়কের জামাল উদ্দিনের বাড়ীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহিন কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ ৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।