নানার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে তানিম (১৪) নামে এক হোসিয়ারী শ্রমিক গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দর নবীগঞ্জ কলেজ মাঠপাড়া এলাকা থেকে শহরের হাবিব কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ওই শ্রমিক নিখোঁজ হয়।
নিখোঁজ তানিম সুদূর ভোলা জেলার লালমহন থানার ফরাশগঞ্জ এলাকার মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে। সে অনেক বছর ধরে বন্দর থানার নবীগঞ্জ কলেজ মাঠপাড়া এলাকার জনৈক ইসলাম মিয়ার বাড়ি ভাড়াটিয়া বসায় তারা নানা নানী সাথে বসবাস করে আসছে। অনেক স্থানে খোঁজাখুজ করে নিখোঁজ হোসিয়ারী শ্রমিক তানিমের কোন হসিম না পেয়ে এ ঘটনায় তার মা ফাহিমা বেগম সংশ্লিষ্ট থানায় নিখেঁজ জিডি এন্ট্রির প্রস্তুতি চালাচ্ছে।