নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ২২ নং ওয়ার্ড বন্দর জাতীয় ছাত্র সমাজের সফল ভাবে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর ) বিকালে ২২নং ওয়ার্ড বন্দর জাতীয় ছাত্র সমাজের আয়োজনে গিয়াসউদ্দিন কিন্ডারগার্ডেন স্কুল প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের পর অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
২২নং ওয়ার্ডের জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মো.রিয়াদ সরকারের সভাপতিত্বে ও ২২ নং ওয়ার্ডের জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সাইফুল ইসলাম সুজন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজ সভাপতি শাহাদাত হোসেন রূপু ও প্রধান বক্তা মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ্ আলম সবুজ।
প্রধান বক্তা সবুজ বলেন, ছাত্র রাজনীতি করতে হলে আগে জানতে হবে কেনো এবং কেমন করে ছাত্র রাজনীতি করতে হয়। আমাদের প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব আমাদের ছাত্র রাজনীতি উপহার দিয়েছে। রাজনীতি টাকার জন্য নয়। আমরা রাজনীতি করি দেশ প্রেম ও মানুষের সেবার জন্য। তাই সামনে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সেই সময় অনেক কিছুই হবে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বাদ দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না আমরা নাসিম ওসমানের সৈনিক। তাই আপনারা সংগঠিত হন। আপনাদের মত তরুনরা আগামীদিনের ভবিষ্যৎ। সংগঠনে অনেকেই আছে দূর থেকে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। তাদের আহ্বায়ন করবো জিএম কাদের সাহেব ও মাতৃতুল্য পারভীন ওসমানের হাতকে শক্তিশালী করে প্রমাণ করে দিব নাসিম ওসমান এখনও সবার হৃদয়ের মাঝে আছে।
মহানগর ছাত্র সমাজের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান তুহিন এর দাদীর মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন রূপু বলেন, হামলা-মামলার শিকার হয়ে এই ছাত্র সমাজ রাজনীতিতে এসেছে। আমরা গুন্ডামি করে এই পর্যন্ত আসি নাই। আমরা ছাত্র সমাজ রাজনীতিতে কর্মী হয়ে মানুষকে ভালোবেসে সেবা দিয়ে এ পর্যন্ত যোগ্যতা অর্জন করেছি। অনেকেই বলে রাজনীতি করে কি পেয়েছি। আমি বলবো রাজনীতিতে এসে মাতৃতুল্য পারভীন ওসমানের মত একজনকে পেয়েছি। বড় ভাই আজমীর ওসমানকে পেয়েছি। আজকে আপনারা যদি মনে করেন রাজনীতিতে এসে যা খুশি তাই করবেন সাংবাদিক সমাজ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। আগামী ১০ অক্টোবর সদর ও বন্দর নাসিম ওসমানের নামে সেতু উদ্বোধন হবে। রাজনীতি করে নাসিম ওসমানের জীবদশায় নেতা কর্মীসহ অসংখ্য অসহায় মানুষদের সেবা দিয়ে পাশে থেকে ভালোবাসা ও সুনাম অর্জন যুগিয়েছে।আজকে সেই ভালোবাসার অর্জিত নাসিম ওসমান সেতু পেয়েছি যা দুই পারের মানুষ আজ আনন্দিত।
তিনি আরোও বলেন, আমরা সেই নেতা হতে চাই যে নেতার নামে নাসিম ওসমানের সেতুর মত ফলক উন্মোচন হবে। নাসিম ওসমানের বক্তব্য শোনার জন্য অনেক প্রবীণ লোকেরা বসে থাকতো তার বক্তব্যে অনেকের চোখের জল চলে আসতো তাই আপনারা সেই নেতা হবার চেষ্ঠা করবে।
এসময় বন্দর ২২নং ওয়ার্ডে জাতীয় ছাত্র সমাজের আগের কমিটি ভেঙ্গে, আংশিক পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়া হয়। ২২নং ওয়ার্ডের জাতীয় ছাক্র সমাজের নবগঠিত কমিটির সভাপতি মো.রিয়াদ সরকার ও সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম সুজন ঘোষনা করেন জেলার সভাপতি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় ছাত্র সমাজ সাধারণ সম্পাদক রবিউল আউয়াল,মহানগর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফয়সাল উল্লা, জেলা জাতী ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন মুন্না, যুগ্ম সম্পাদক সাগর হোসেন রাহাত,সাংগঠনিক সম্পাদক আবু সায়েম অনিক,১৩নং ওয়ার্ডের ছাত্র সমাজের সভাপতি আফিফ পাঠান রকি, বন্দর উপজেলা ছাত্র সমাজের সভাপতি নয়ন সরদার,সাধারণ সম্পাদক পারভেজ আহাম্মদ রাজু প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হাসিব, দিনইসলাম বাবু, রনি, সদস্য আরিফ, রিফাত সহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দগণ।