নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক র্যালিতে ব্যানার নিয়ে টানাটানির ঘটনা ঘটিয়েছেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের সাথে রীতিমতো ধাক্কা ধাক্কিতে লিপ্ত হন তিনি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) শহরের মিশনপাড়া এলাকা থেকে শোক র্যালি বের করে মহানগর বিএনপি।
র্যালির শুরুতেই মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে হাতাহাতিতে জড়ান টিপু। এসময় বেশ কয়েকজন নেতাকর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় তাকে। ব্যানার নিয়ে শোক র্যালি এগুতে শুরু করলে নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিতেও দেখা যায় টিপুকে।
অথচ একসময় এই টিপুই সভা সমাবেশে কর্মী জোগাড় করতে হিমশিম খেতে হত। দশ পনেরো জন লোক নিয়ে একাই মহানগর বিএনপির ব্যানারে কর্মসূচি পালন করতে দেখা যেত। পৃথক ভাবে কর্মসূচি পালন করতেন সাখাওয়াত। গত ১৩ সেপ্টেম্বর মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার আগ পর্যন্ত পৃথক রাস্তায়ই হেঁটেছেন এই দুই নেতা।
নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পরে মহানগর বিএনপিতে দৃশ্যপট পাল্টে যায়। কমিটি নিয়ে বিতর্ক শুরু হলে আলোচনায় চলে আসেন টিপু। পরপর দুটি বড় কর্মসূচিতে জেলার থেকে কর্মী ভাড়া করে এনে কর্মসূচি পালন করেছেন তারা। এতকিছুর পরেও কর্মীদের প্রতি নূন্যতম সৌজন্যবোধ নেই টিপু সাখাওয়াতের। কর্মীদের সাথে ভৃত্যের মত আচরণ দলকে কোন পর্যায়ে নিয়ে যাবে তা সময়ই বলে দিবে।
এর আগে জেলার সমাবেশে গিয়ে মাতবরি করতে দেখা গেছে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে। জেলার সমাবেশে মঞ্চে উঠে জেলার নেতাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার সে ঘটনায় ব্যাপক ভাবে সমালোচিত হয়েছিলেন এই বিএনপি নেতা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কর্মীরাই দলের প্রান। দিন শেষে নেতাদের কাছ থেকে নূন্যতম সম্মানটুকু তাদের প্রাপ্য। দলীয় কর্মীদের সাথে এমন দুর্ব্যাবহার কোন ভাবেই কাম্য নয়। এর থেকে বেরিয়ে আসতে হবে।