নবাগত পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এর সাথে কমিউনিটি পুলিশিং ফোরাম নারায়ণগঞ্জ জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাত টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
প্রধান অতিথি গোলাম মোস্তফা রাসেল বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটি মানুষের জন্য পুলিশের প্রয়োজন হয়। যদি দুই পক্ষের মাঝে ঝামেলা হয় তাহলে পুলিশ কোন পক্ষ হয়ে কাজ করতে পারবেনা। মধ্যবর্তী অবস্থানে থেকে কাজ করতে হবে। নইলে এক পক্ষের হয়ে কাজ করলে অপর পক্ষের কাছে দোষি হবে। পুলিশ হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা সমাজের বিভিন্ন স্তরে কাজ করে থাকে। ১৮৩৬ সালে সর্বপ্রথম কমিউনিটি পুলিশিংয়ের সৃষ্টি হয়। আমাদের কাছে সাধারণ মানুষের আকাঙ্খা অনেক বেশী। কমিউনিটিতে পুলিশ যত বেশী জড়িত থাকবে কাজ করতে তত বেশী সুবিধা হবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে যানবাহনের সংখ্যা অনেক বেশী। বিশেষ করে যদি ইজিবাইক বন্ধ করতে চাই তাহলে হঠাৎ করে সেটা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। যদি পুলিশের নামে কেউ চাঁদাবাজি করে তাহলে আমাকে জানান, তার বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্ত্রাসী, চুরি, ডাকাতি সহ সকল ধরনের অপরাধমুলক কর্মকান্ড নিরসনে জেলা পুলিশ কাজ করছে। তবে আপনাদের সহযোগিতা ছাড়া এসকল সমস্যা সমাধান সম্ভব নয়। যিনি তথ্য দিবেন তার সম্পর্কে পুরোপুরি গোপন রাখা হবে।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হচ্ছে সাধারণ মানুষের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজের কল্যানে কাজ করা। যাতে সমাজে অপরাধ প্রবনতা কমে যায় এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এতে করে সমাজের অপরাধগুলো বিশেষ করে মাদক, সন্ত্রাসী, কিশোরগ্যাং সহ অন্যান্য অপরাধমুলক কর্মকান্ড কম হয়।
সভায় কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সাধারণ সম্পাদক আরিফ মিহিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রিফাত ফেরদৌস, সাবেক সভাপতি ডাঃ শাহনেওয়াজ, সহ-সভাপতি কাউছার আহমেদ পলাশ, সদর থানার সভাপতি ইদী আমিন ইব্রাহিম খলিল, সোনারগাঁ থানার সভাপতি গাজী মুজিবুর রহমান, ফতুল্লা থানার সভাপতি মোস্তফা কামাল, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান, রুপগঞ্জ থানার মহিলা সম্পাদিকা নীলা, সাংবাদিক আব্দুস সালাম সহ অন্যান্য থানার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।