জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ১২ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শ্রমিকলীগের যৌথ উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শ্রমিকলীগের সদস্য সচিব কামাল হোসেন ও মহানগর শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মো: কামরুল হাছান মুন্নার নেতৃত্বে পালিত হয় এসব কর্মসূচী।
জানা গেছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার দুপুরে শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানাতে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও মহানগর শ্রমিকলীগের নেতাকর্মীরা। এসময় জেলা ও মহানগর শ্রমিকলীগের আওতাধীন বিভিন্ন থানা ও বেসিক ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে।
এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান। পরে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ রাইফেল ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। এরপর রাইফেল ক্লাবে মিলাদ মাহফিল, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি চন্দন শীল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সদস্য সচিব কামাল হোসেন, মহানগর শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মো: কামরুল হাছান মুন্না, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, শ্রমিকলীগের জেলা কমিটির সাবেক সহসভাপতি ও বন্দর থানার সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ, আলী হোসেন, মোখলেছুর রহমান, মো: শাহআলম, জাহাঙ্গীর আলম, রকিবুল হাছান রিয়ন প্রমুখ।
উল্লেখ্য শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।