নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৭ টি রাজনৈতিক দলের জোট, গণতন্ত্র মঞ্চ এর আলোচনা সভায় তরিকুল সুজনকে সমন্বয়ক করে নারায়ণগঞ্জে গণতন্ত্র মঞ্চের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর ) রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলন কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে ৭টি দলের প্রতি দল থেকে ৩ জন করে প্রতিনিধি নিয়ে ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনকে জোটের সমন্বয়ক করা হয়েছে।
তরিকুল সুজন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এ্যাড. খলিলুর রহমান, জাসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোতালেব মাস্টার, জাসদ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সংগঠক আলী এহসান, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমস্বয়কারী অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লব, নাগরিক ঐক্য নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মোঃ কবীর হোসেন, নাগরিক ঐক্য নারায়ণগঞ্জ মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মুশাহিদ আহমেদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির সম্পাদক মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাহুল আরফিন, গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব রুবেল হোসেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দদের সিদ্ধান্ত নেয়া হয়েছে, সারাদেশে বিরোধী দল-মতের উপর হামলা-মামলা, পুলিশী নিপীড়নসহ রাস্ট্রীয় গুম-খুন এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ অক্টোবর, শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ এর সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় নেতৃবৃন্দরা বলেন, সরকার দেউলিয়া হবার পথে। সরকারের পায়ের তলায় মাটি নাই তাই সরকার সকল বিরোধী মতকে হামলা-মামলা, দমন-নিপীড়ন করে জোর-জবরদস্তিÍতে ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশী অনুকূল্যসহ প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। আমরা সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই, দেশের জনগণ সরকারের এই গণবিরোধী চরিত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উচিত জবাব দিবে। গণতন্ত্র মঞ্চ এর নেতৃবৃন্দ গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জবাসীকে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন এবং আগামী ২৮ অক্টোবর গণতন্ত্র মঞ্চ এর সমাবেশে যোগ দিয়ে সফল কারার আহ্বান জানিয়েছেন।