নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এ কার্যক্রম চলবে।
বুধবার (১২ অক্টোবর) সকালে নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান সেলিমের হাতে জন্ম নিবন্ধন সনদ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় খোরশেদ বলেন, এতদিন জন্ম নিবন্ধনের জন্য সব এলাকা থেকে সিটি করপোরেশনে যেতে হত। তবে জনগণের কষ্ট লাঘবের কথা চিন্তা করে এখন থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও বলেন, আগের মতই সকল কাগজপত্র ও সরকারি যে নির্ধারিত ফি ৫০ টাকা সেটা নিয়ে আসলেই জন্ম ও মৃত্যু নিবন্ধন করা যাবে। বাকি সব আগে যেভাবে হত সেই নিয়মেই হবে। আমরা আশা করি নাগরিক সেবা আরও উন্নত হবে।