নারায়ণগঞ্জে বৃক্ষ প্রেমী বাগানীদের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ট্রি লাভার্স কমিউনিটি ( টিএলসি) বিডি গ্রুপ এর মিলিন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনধীন শেখ রাসেল পার্কে ট্রি লাভার্স কমিউনিটি ( টিএলসি) বিডি গ্রুপের বৃক্ষ প্রেমী বাগানীদের প্রথম বর্ষপূতি উদযাপন করা হয়।
ট্রি লাভার্স কমিউনিটি টিএলসি বিডি গ্রুপ এর
আয়োজনে আগত বিভিন্ন জেলার বৃক্ষ প্রমিকদের মিলন মেলার মাধ্যমে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটেন সদস্যরা।
আয়োজিত জাঁকজমক অনুষ্ঠানে পরিচ্ছন্ন বাগানীদের মাঝে সম্মাননা সহ পুরুস্কার হিসেবে গাছ বিতরণ করেন এবং শেখ রাসেল পার্কে বৃক্ষরোপন করা হয়।
ট্রি লাভার্স কমিউনিটি ( টিএলসি)বিডি গ্রুপের এডমিন জানান,সবুজ -শ্যামল জনপদ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্যই দেশের বিভিন্ন জেলা পর্যায়ে বাগানীদের নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে
জনসাধারণকে সবুজায়নের উৎসাহ করাই টিএলসি গ্রুপের এর মূল লক্ষ্য।
তারা আরও বলেন, আমাদের এগ্রুপের প্রথম বার্ষীকী উদযাপন উপলক্ষে আমরা বাগানীরা বাগানের মত সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছি।এই গেট-টুগেদার অনুষ্ঠানটি আমরা প্রতিনিয়তই করে থাকব এবং ভবিষ্যতে এরচেয়ে বড় আকাড়ে জনপ্রতিনিধিদের নিয়ে আমরা এর অনুষ্ঠান করবো। এরসাথে গ্রুপের প্রতিষ্ঠা বার্ষীকীতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে যারা এসে অংশগ্রহণ করেছে সকলেরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উক্ত উনুষ্ঠানে এডমিন মোডারেটরসহ গ্রুপের সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এবং অনুষ্ঠান শেষে কেককেটে গ্রুপের প্রথম বার্ষীকী পালন করা হয়।
এছারা গ্রুপের এক মেম্বর তার মেয়ের জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়।