ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবীর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ আগষ্ট) দুপুরে ডিআইটি মসজিদ সংলগ্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়। শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে চাষাড়াস্থ শহীদ মিনার গিয়ে শেষ করেন।
মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবীর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলের পূর্বে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী যুব আন্দোলন সভাপতি ডা. মো.মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেন, আজকে দেশের কোন দিকে তাকাবেন! আইন, আদালত শিক্ষাখাত, স্বাস্থ্যখাত, ব্যাংক ব্যালেন্স সর্বদিকে একি অবস্থা যেদিকে তাকান সেদিকে দুর্নীতিতে দেশ ভাসছে।
দেশের ক্ষমতাসীন চামুন্ডরা বলছে দেশ নাকি উন্নয়নের মহাসাগরে ভাসছে। দেশের মানুষের খুব করুণ অবস্থায় রয়েছে। মন্ত্রী, এমপিরা জনগণের কথা চিন্তা নাকরে তারা ঘুরে বেরাচ্ছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হলে আগামী নির্বাচনে হাত পাখাকে শক্তিশালী করতে হবে। অনেক রাজনৈতিক লোকেরা মিষ্টি মিষ্টি কথা বলে তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।
মাসুম বিল্লাহ আরোও বলেন, আজকে মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবীর নিঃশর্ত মুক্তি না দিলে এবং আমাদের দাবী না মানলে দেশের জনগণের দাবী আদায়ের লক্ষে বৃহত্তম আন্দোলন গড়ে তুলব।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুব ইসলামী আন্দোলনের সহ-সভাপতি এইচ এম রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মো.আবুল বাশার খাঁন সহ মহানগর ও নগরীর আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা নেতৃবৃন্দ।