নারায়ণগঞ্জের রূপগঞ্জ পিতলগঞ্জ বাক প্রতিবন্ধী গৃহবধূ কাজল রেখাকে আজ রোজ রবিবার ভোর রাতে হত্যার উদ্দেশ্যে শীতলক্ষ্যায় হাত পা বেঁধে ফেলে দেয়া হয়েছে।
এলাকাবাসি জীবিত উদ্ধার করে কাঞ্চন পৌরসভার কে পি এস জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগীর বড় বোন জানান, আগে পারিবারিক কলহের মধ্যে কাজল রেখার স্বামী জুলহাস মিয়া, তার শ্বশুর, শ্বাশুড়ী, দেবরের বিরুদ্ধে অভিযোগ আনে। পরে স্থানীয় শালিসে তা সমাধান করে দেন।
আজ ১৬ ই অক্টোবর ভোর রাতে পিতলগঞ্জ বোট ঘাট থেকে এলাকাবাসী হাত পা বাধা আবস্থায় উদ্বার করেন।
এ ঘটনায় রুপগঞ্জ থানা পুলিশ অফিসার ইনচার্জ দৈনিক তৃতীয় মাত্রা কে যানান এখন পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি তবে প্রথমিক জিজ্ঞাবাদের জন্য ২জন কে গ্রেফতার করা হয়েছে।আভিযোগ পেলে তদন্তের মাধ্যমে যথাযথ ব্যাবস্তা নেয়া হবে।