বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে তালতলা-মীনারবাড়ী সড়কটি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে। সড়কটি খুবই ঝুকিপূর্ণ সন্ধ্যা ঘনিয়ে আসলেই স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্র ছায়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পরে ঝুকিপূর্ণ হয় এই সড়কটি।
নাম না প্রশাসকের শর্তে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন- আমরা সাধারণ মানুষ যুগ-যুগ ধরে এই তালতলা মনারবাড়ী সড়কটি দিয়ে চলাচল করছি এর আগেও ভয়াবহ মাদকের অবস্থা ছিল কিন্তু তখন এতোটা খারাপ ছিলনা। গত কয়েকদিন আগে আমিও আমার মেয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি একদল মাদক ব্যবসায়ী আরেকদল মাদক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র সস্র নিয়ে ধাওয়া করেন এসময়ে আমিও আমার মেয়ে ভয়ে আতংকিত হই। দুঃখ জনক হলেও সত্য বর্তমান আমাদের সমাজে উঠতি বয়সের ছেলেরা ভয়াল মাদকের করালে আসক্তি হয়ে যাচ্ছে এ যেন দেখার কেউ নেই।
তথ্য সূত্রে আরো জানা যায় যে মাদক ব্যবসায়ীরা তালতলা মনারবাড়ী কবরস্থান , সহ একাধিক স্থানে দেদারসে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যবসা এতে করে বর্তমান তালতলা, মনারবাড়ী সমাজটি হুমকির মুখে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নেই কোন তৎপরতা। আমরা এলাকাবাসী মাদক নির্মুল সুন্দর সমাজ চাই তাই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।