1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৫০ Time View

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার আলোচিত ও চাঞ্চল্যকর হাজী কফিল উদ্দিন হত্যা মামলার দীর্ঘ ১৯ বছর পলাতক ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার (১৬ আক্টোবর ) সকালে আদমজীনগর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ কার্যালয় হতে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন গত ১৬/১২/২০০৩ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় হাজী কফিল উদ্দিনকে নিজ মার্কেটের সামনে সন্ত্রাসী কর্তৃক পিস্তল দিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে ১৬ জনেরর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করে। যার মামলা নং-১৫(১২)০৩, ধারা- ৩০২/৩৪ পেনালকোড ১৮৬০।

তারা আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামীগণ আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক থাকার পর এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ এর ধারাবাহিক কার্যক্রমের প্রক্রিয়ায় উপরোক্ত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৫৫) এর বিষয়ে র‌্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়ান্দা দল ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই নৃশংস হত্যার সাথে জড়িত দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে অদ্য ১৬ অক্টোবর আনুমানিক পোনে দুইটার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট এলাকায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৫৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তার হেফাজত হতে ০১টি মোবাইল ও সীমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL