নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কোন ধরনের কোন অভিযোগ পাইনি। ইতোপূর্বে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সদস্য ও মহিলা সদস্য নির্বাচন হলো আজ।
সোমবার (১৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে তিনি একথা জানান। এর আগে তিনি কমর আলী স্কুল, কালেক্টরেট প্রিপারেটরী কেন্দ্র ঘুরে দেখেন ও বিভিন্ন কেন্দ্রের খোঁজ খবর নেন।
তিনি বলেন, যারা ভোটার তারা জনপ্রতিনিধি। উৎসবমূখর পরিবেশে ভোট হয়েছে। কোথাও কোন ধরনের অনিয়ম বা অভিযোগ করার মত কিছু আমাদের চোখে পড়েনি। আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমাদের পুলিশ, আনসার, র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছে। এর বাইরেও আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনে দায়িত্ব পালন করছেন।
তিনি আরো বলেন, সুষ্ঠু অবাদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। যেমন কোন অপ্রীতিকর সংবাদ পাইনি আর পাবোনা বলে আশা করছি।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। এদিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনায় সংবাদ পাওয়া যায়নি। ইতোমধ্যে চেয়ারম্যান পদে মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও দুটি সাধারণ সদস্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন দুজন। চেয়ারম্যান ব্যতীত ৫টি সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত নারী সদস্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ গঠিত হয়। নির্বাচনে ৫ টি সদস্য পদের জন্য লড়াই করছেন ১৯ জন প্রার্থী।
মোট ভোটার ৬১০ জন জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনের ভোটার।
১ সেপ্টেম্বর ঘোষিত জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ১৭ অক্টোবর ভোটগ্রহণ হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নারায়ণগঞ্জের ৫টি ভোট কেন্দ্রে ১০টি ভোট কক্ষ স্থাপন করা হয়েছে।