নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে মুখ খুলবেন ১নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের দোয়াত কলম প্রতীকে মেম্বার প্রার্থী আছিয়া খানম সুমি।
সোমবার (১৭ আক্টোবর ) সকালা বেলায় কমর আলী হাইস্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট প্রিপারেটরি স্কুল চাষাড়ায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভোটের ফলাফলে অসন্তুষ্টি হয়ে ১নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের দোয়াত কলম প্রতীকে মেম্বার প্রার্থী আছিয়া খানম সুমি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।
মঙ্গলবার ১৮ অক্টোবর দেওভোগ এলাকায় সংবাদ সম্মেলন তিনি ভোটের ফলাফল নিয়ে মত প্রকাশ করবেন।
আছিয়া খানম সুমি জানান, এনির্বাচনে আমারর প্রতীকে যে ফলাফল নির্বাচন কমিশনার ঘোষনা দিয়েছে তা প্রশ্নবিদ্ধ! আমার নিজস্ব ভোট যেটা প্রাপ্য তার চেয়েও ন্যূনতম ভোট দেখানো হয়েছে আমাকে। তাই এবিষয়ে আমি সংবাদ মাধ্যমে কিছু কথা বতে চাই।