নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন ধামগড়ের সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ আর নারী কোটায় জিতেছেন সাদিয়া আফরিন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
বেসরকারী ফলাফলে মাসুম পেয়েছেন ৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বি সাবেক সদস্য বক্তাবলীর জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৭ ভোট। ২ নম্বর ওয়ার্ড থেকে আমির উল্লাহ রতন ‘হাতি’, রাসেল শিকদার ‘ঘুড়ি’, জাহাঙ্গীর হোসেন ‘তালা’, মোবারক হোসেন ‘ক্রিকেট ব্যাট’, মাছুম আহম্মেদ ‘বৈদ্যুতিক পাখা’, মোস্তফা হোসেন চৌধুরী ‘অটোরিক্সা’ প্রতীক বরাদ্দ পান। তবে রতন, মোবারক ও মোস্তফা চৌধুরী নির্বাচন থেকে সরে গছেন। নির্বাচনে টিকে ছিলেন তিনজন। তারা হলেন ফতুল্লার আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন, ধামগড়ের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ছাত্রলীগ নেতা রাসেল শিকদার।
অন্যদিকে সংরক্ষিত নারী সদস্যের ১ নম্বর ওয়ার্ডে সাদিয়া আফরিন ‘বই’ প্রতীকে পেয়েছেন ১১১ ভোট। প্রতিদ্বন্দ্বি নাছরিন আক্তার ‘হরিন’ প্রতীকে পেয়েছেন ৬৭ ভোট।
জেলা সদরে দু’টি এবং তিন উপজেলায় তিনটি ভোটকেন্দ্র রাখা হয়। কেন্দ্রগুলো হলো শহরের চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুল, সদর উপজেলার সস্তাপুর এলাকার কমর আলী স্কুল অ্যান্ড কলেজ, সোনারগাঁ উপজেলার আমিনপুর বাজার এলাকার সোনারগাঁ জিআর ইনস্টিটিউট, আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। এদিন কোথাও কোন অপ্রীতিকর ঘটনায় সংবাদ পাওয়া যায়নি। ইতোমধ্যে চেয়ারম্যান পদে মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও দুটি সাধারণ সদস্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন দুজন। চেয়ারম্যান ব্যতীত ৫টি সাধারণ সদস্য ও ২টি সংরক্ষিত নারী সদস্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ গঠিত হয়। নির্বাচনে ৫ টি সদস্য পদের জন্য লড়াই করছেন ১৯ জন প্রার্থী।
মোট ভোটার ৬১০ জন জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনের ভোটার। ১ সেপ্টেম্বর ঘোষিত জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ১৭ অক্টোবর ভোটগ্রহণ হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নারায়ণগঞ্জের ৫টি ভোট কেন্দ্রে ১০টি ভোট কক্ষ স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, ইভিএম’র মাধ্যমে এই ভোট গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে।