নারায়ণগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর অবকাঠামো ও কর্মকান্ড পর্যালোচনায় করে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ল্যাবটি নারায়ণগঞ্জ জেলায় ৩য় স্থান ও নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রথম স্থান অর্জন করে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় ৩য় স্থার ও সদর উপজেলায় প্রথম স্থান অর্জন করায় জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মন্জুরুল
হাফিজসহ অতিথিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তারসহ আরো অনেকে।