বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ১’শ গ্রাম গাঁজাসহ চন্দ্র নাথ (৩৫) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার(১৭ অক্টোবর) রাতে বন্দর থানার সোনাকান্দা ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত গাঁজা বিক্রেতা চন্দ্র নাথ বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর ঋৃষিপাড়া এলাকার পরেশ চন্দ্রের ছেলে।
গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন। যার মামলা নং- ২৩(১০)২২। পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চন্দ্র নাথ দীর্ঘদিন ধরে বন্দরে সোনাকান্দা, ঋৃষিপাড়া, এনায়েতনগরসহ বিভিন্ন এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল।
গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ঋৃষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেরি করে গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।