দিন দুপুরে সিটি কর্পোরেশনের একশ ফুট রাস্তার জিআই তার চুরি করে পালানোর সময় আল আমিন (২৪) নামে এক চোরকে হাতেনাতে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে স্থানীয় কাউন্সিলর হাজী শাহেন শাহ আহাম্মেদ । ওই সময় চোরের দল কাউন্সিলরের উপস্থিতি টের পেয়ে দড়ি-সোনাকান্দা এলাকার সেলিম ও একই এলাকার সুমন নামে আরো দুই চোর কৌশলে পালিয়ে যায়।
বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকা থেকে ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। আটককৃত চোর আল আমিন বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি- সোনাকান্দা এলাকার মহন মিয়ার ছেলে।
এ ঘটনায় ২০ নং ওয়ার্ড কাউন্সিলরের কম্পিউটার অপরেটর জয় বাদী হয়ে আটককৃত চোরসহ পলাতক ২ চোরকে আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করে। পরে পুলিশ আটককৃত চোরকে বুধবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।