পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবু বক্কর ছিদ্দিক বন্দর থানার নতুন অফিসার ইনর্চাজ হিসেবে যোগদান করেছে।
বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় নতুন কর্মস্থল বন্দর থানায় তিনি এ যোগদান করেন। এর আগে তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনর্চাজ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
বিদায়ী অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা পিপিএম নবগত অফিসার ইনর্চাজ মোঃ আবু বক্কর ছিদ্দিককে দায়িত্ব বুঝিয়ে দেন। পরে বিদায়ী অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা ও নবগত অফিসার মোঃ আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে বন্দর থানা পুলিশ থানা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিদায়ী অফিসার ইনর্চাজ থানার নবগত অফিসার ইনর্চাজসহ থানার সকল অফিসারদের সাথে কুশল বিনিময় করে বেলা ১২টায় বিদায় অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা ঢাকা জেলার সাভার থানার উদ্দেশ্যে বন্দর থানা ত্যাগ করেন। উল্লেখ্য, বিদায় অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গত ২০ জানুয়ারী অফিসার ইনর্চাজ পদে বন্দর থানায় দায়িত্বভার গ্রহন করেন।