নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম বলেছেন, আপনারা সকলে প্রস্তুত থাকুন। ১০ তারিখে আমরা ঢাকার সমাবেশে দেখিয়ে দিতে চাই বাংলাদেশ আগামীতে শুধু খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে। নয়ত আজ যে শ্রীলঙ্কার অবস্থা, প্রধানমন্ত্রী বলে দুর্ভিক্ষ হবে। আগে বলতেন দেশ স্বয়ংসম্পূর্ন। আওয়ামী লীগের লুটপাটের কারনে দেশ দুর্ভিক্ষের মুখে। আপনাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দায়ের, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজ এই স্বৈরাচারী সরকারের কারনে দেশের মানুষ বাঁচার জন্য মাঠে নেমেছে। বাংলার মানুষ জেগে উঠেছে। আপনারা যতই ধান্ধাবাজি করুন আর টিকতে পারবেন না। ১০ তারিখ থেকে এ দেশ খালেদা জিয়ার কথায় চলবে। এখনও সময় আছে দেশ ছেড়ে দেন।
এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।