নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একটি বক্তব্যকে ইঙ্গিত করে বলেছেন বলেছেন, এ সংগঠন শহীদ জিয়ার আদর্শে গড়া সংগঠন। নারায়ণগঞ্জের মাটিতে আমরা হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছি। আজ আপনার চোখে হয়ত ছানি পড়েছে তাই লোক সমাগম দেখেন না।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দায়ের, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
তিনি বলেন, এখানে এমন কেউ নেই যাদের নামে একটা মামলা নেই। রূপগঞ্জে আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে না। আমরা প্র্যাক্টিস করছি বাড়িতে না থাকার কারণ ক্ষমতায় না থাকলে আপনারাও বাড়িতে থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, নেত্রী আমাদের যখন নির্দেশ দিবে আমরা কেউ ঘরে বসে থাকবো না। জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা কখনও দলের সাথে বেঈমানি করে না।
তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন নির্বাচনে জিততে পারেনি। তিনি এখন ইভিএম নিয়ে বক্তব্য দিচ্ছে। আওয়ামী লীগের লোকজনই বলছে ইভিএম ভোট চুরির বাক্স। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের নির্দেশে যখনই কর্মসূচি দেয়া হবে তখনই আমরা বুকের তাজা রক্ত দিয়ে কর্মসূচি সফল করবো।
এসময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।