নারায়ণগঞ্জে একই সময়ে জেলা ও মহানগর বিএনপির একাধিক বিক্ষোভ কর্মসূচী পুরো নগরী বিএনপির নেতাকর্মীদের দখল চলে যায়। নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও শ্লোগানে প্রতিবাদ জানাতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে, কেন্দ্রীয় শহীদ মিনারে ও মন্ডলপাড়া মোড়ে সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দায়ের, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, দলের এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ জেলা বিএনপির সমাবেশ হয় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে। মহানগর বিএনপির দুটি অংশের বিক্ষোভ সমাবেশ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে ও মন্ডলপাড়ায়। প্রতিটি কর্মসূচীতে ছিল হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণ। প্রতিটি কর্মসূচীতে নেতাকর্মীরা ছিল সরব ও উত্তাল।
প্রতিটি কর্মসূচীতে বিএনপি ও প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন ব্যাপকভাবে। তারা সেখানে সরকারের বিভিন্ন নিপীড়নমূলক কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন।
কর্মসূচীকে কেন্দ্র করে দুপুর থেকে পুরো নগরীতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক অবস্থান। তাদের সরব অংশগ্রহণে পুরো নগরী পরিনত হয় মিছিল ও শ্লোগানের নগরীতে। কর্মসূচীকে ঘিরে পুরো নগরী দুপুরের পর থেকে বিএনপির নেতাকর্মীদের দখলে থাকে।
বিএনপির নেতাকর্মীরা জানান, আন্দোলন শুরু হয়েছে এবং তিন স্পটে কর্মসূচী পালন বিএনপির একটি কৌশলের অংশ। দলের আন্দোলন সংগ্রাম একটি ফলাফলে না যাওয়া পর্যন্ত দলের নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে জানান তারা।