নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ২১নং ওয়ার্ড বন্দর জাতীয় ছাত্র সমাজের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে ২১নং ওয়ার্ড বন্দর শীতলক্ষ্যা নদী সংলগ্নে রুপালিতে জাতীয় ছাত্র সমাজের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
২১নং ওয়ার্ডের জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মো. জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজ সভাপতি শাহাদাত হোসেন রুপু ও প্রধান বক্তা মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ্ আলম সবুজ।
প্রয়াত রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ও নারায়ণগঞ্জ সাবেক এমপি প্রাত জননেতা একেএম নাসিম ওসমানকে স্মরণ করে নেতাদের বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা উপজেলা কমিটি ৩ মাসের মধ্যে শেষ করব। আগে ছাত্র সমাজে এরকম ছিলনা। বর্তমানে ছাত্র সমাজে অনেকে আসার আগ্রহ প্রকাশ করছে। ছাত্র সসমাজ শিক্ষা, শান্তি, উন্নয়ন, প্রগতিকে বিশ্বাস করে এ সংগঠনের মাধ্যমে আমরা রাজনীতি করি দেশপ্রেম ও মানুষের কল্যাণে জন্য।
তারা আরোও বলেন, আমাদের নিয়ে অনেকেই সমালোচনা করছে। একটি কুচক্রী মহল আমিদেরকে প্রশ্ন বৃদ্ধ করতে উঠে পরেলেগেছে। আমরা প্রয়াত নাসিম ওসমানের আদর্শের রাজনীতি করি। আমরা মায়ের সমতুল্য মা এবং বড় ভাই পেয়েছি। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে রাজনীতি করতে আসি নাই। আপনারা যারা ছাত্র সমাজে এসেছেন তাদের আগে জানতে হবে ছাত্রসমাজ কিভাবে পরিচালিত হয়। সন্ত্রাস চাঁদাবাজি সাথে সংযুক্ত আছে তারা যেন এ ছাত্রসমাজে না আসতে পারে সেদিকে লক্ষ রাখবেন। এবং আমাদের মা জননী পারভীন ওসমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানটি ২১ নং ওয়ার্ডের জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মো.গোলাম রাব্বানী সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সধারণ সম্পাদক রবিউল, মহানগর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফয়সাল উল্লাহ্। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রসমাজ সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম অনিক, মহানগর সিনিয়র সহ-সভাপতি নাফিজুল ইসলাম শুভ, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক রুবেল হাসান শুভ, বন্দর উপজেলা সভাপতি নয়ন সরদার, যুব সংহতির বন্দর থানা সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দগণ।
এসময় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের পর অতিথিদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।