ফতুল্লার তল্লা আজমেরী বাগ থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আনসার আল ইসলামে” এর সদস্য আহম্মদ আলী সাইফি (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-৩্#৩৯; র সদস্যরা। গ্রেপ্তারকৃত আহম্মদ আলী সাইফি ফতুল্লা মডেল থানার তল্লা আজমেরী বাগ এলাকার আলী আশ্রাফের পুত্র। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার লালমাই
থানার হলদিয়ায়।
শুক্রবার দুপুরে তাকে তল্লা আজমেরীবাগস্থ মিসবাহুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। তবে পালিয়ে যেতে সক্ষম হয় মারুফ তাকি (২৬) ও মহিবুল্লা (২৮) নামক অপর দুই সদস্য।
এ ঘটনায় শুক্রবার রাতে র্যাব-৩ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের সহ গ্রেফতারকৃত কে সোপর্দ করেছে। মামলায় উল্লেখ্য করা হয়, গ্রেফতারকৃত আহম্মদ আলী সাইফি ছাত্রজীবনে ২০১৮ সালে তথ্য প্রযুক্তির মাধ্যমে আল কায়েদা
উগ্রবাদী সম্পর্কে ধারনা লাভ করে। পরবর্তীতে সে পলাতক মারুফ তাকি ও মহিবুল্লাহর মাধ্যমে আনাসার আল ইসলামের হয়েতল্লা আজমেরীবাগস্থ মিসবাহুল উম্মাহ হিফজ মাদ্রাসা থেকে উগ্রবাদী মতাদর্শ প্রচার-প্রচারণা চালিয়ে
আসছিলেন। অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে যোগাযোগের মাধ্যমে উগ্রবাদী মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের বই ও প্রচারপত্র তৈরি করত। গ্রেফতারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকা-ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড
মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড,৬৪ জিবির পেনড্রাইভ ও জিহাদী বই জব্দকরা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মাসুদ রানা জানায়,জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে র্যাব-৩ র সদস্যরা তাকে গ্রেফতার করে।
শুক্রবার রাতে র্যাব-৩ বাদী হয়ে মামলা দায়ের সহ তাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। শনিবার দুপুরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।