ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানায় শিয়াচর ইয়াদ আলী মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার পুত্র সোহেল রানা
(৩০), একই থানার পিলকুনি জোড়া মসজিদ এলাকার জাহাঙ্গীর আলম চৌধুরীর জাহিদুল আলম অভি (২৩), দাপা ব্যাংকলোনী এলাকার বায়েজীদ বোস্তামী রোডের শাহজাহান আলীর পুত্র মোবারক হেসেন বাবু ওরফে সেরু বাবু (৩২), দাপা বেপারীপাড়ার শহিদুল কাজীর পুত্র সোহেল কাজী((৩২) ও ঢাকার রামপুরা বনশ্রীর মো. আলীর পুত্র মো. মাসুদ রানা (২৭)।
শনিবার রাতে তাদেরকে দাপা ব্যাংক কলোনী কবরস্থান মাঠ থেকে গ্রেপ্তার করে পুলিশ।এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ ৮২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার
উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার ব্যাংককলোনী কবরস্থান সংলগ্ন বালুর মাঠে অভিযানে চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল রানা, সেরু বাবু,অভি, মাসুদ ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ ৮২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়েরের পর রোববার দুপুরে তাদের কে আদালতে পাঠানো হয়েছে।