1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া টিসিবির তেল চট্টগ্রাম থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৮৩ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া টিসিবির সয়াবিন তেল চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চন নগরের সৌদি প্রবাসী নেজামের বাড়ি থেকে চুরি হওয়া তেল উদ্ধার করে।

এর আগে ২১ অক্টোবর (শুক্রবার) মেসার্স নিউ আন্তজিলা ট্রান্সপোর্ট এজেন্সীর মালিক মোঃ আরিফ হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার সূত্র ধরে চুরি হওয়া টিসিবির মালামালগুলো উদ্ধার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার সুপার অয়েল রিফাইনারী লিঃ নামক প্রতিষ্ঠান থেকে ময়মনসিংহ সদর থানার টিসিবি গোডাউনের জন্য প্রায় ১৬ হাজার (১৫,৮৪০লিঃ) লিটারের ৮৮০ কার্টুন তেল ডিও করা হয় (যার নংÑ১১৪৫৪০১) ১৮ অক্টোবর (বুধবার)।

তেল সরবরাহের জন্য মামলার বাদী মোঃ আরিফের মালিকানাধীন মেসার্স নিউ আন্তঃজিলা ট্রান্সপোর্ট এজেন্সীর মাধ্যমে ১১ হাজার ৮০০ টাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৪১৬১) ভাড়া করা হয়। মাল নিয়ে ট্রাকের ড্রাইভার নিজাম উদ্দিন (৩৩) ও হেলপার তামিম ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নির্ধারিত সময়ের পরেও সেই তেল গন্তব্যে পৌছায় নাই।

পরবর্তীতে গাড়ীর চালক ও হেলপারের মোবাইলে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে গত শুক্রবার (২১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ট্রান্সপোর্ট এজেন্সেীর মালিক মো. আরিফ। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে চুরি হওয়া মালামাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আছে। পুলিশ ফটিকছড়ির কাঞ্চন নগর ইউনিয়নের
৪নম্বর ওয়ার্ডে সৌদি প্রবাসী নেজামের বাড়িতে অভিযান চালায়।V এসময় তার ওই বাড়ির বিভিন্ন ঘর থেকে ৮৪০ কার্টন সয়াবির তেল উদ্ধার করা হয়।

তবে পুলিশ জানায় নিজাম ও তার আরো কয়েক ভাই সৌদিতেই থাকে। এদিকে ভবন মালিক নেজামের বড় বোন বলেন, তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২-৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষণ করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেন না বলে জানান।

এ ঘটনায় পুলিশ গাড়ির চালক নিজাম উদ্দিন (৩৩) এবং ইসমাইল হোসেন (২০) দুই জনকে আটক করেছে। তবে অভিযুক্ত ওসমানকে পুলিশ আটক করেতে পারেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে টিসিবির চুরি হওয়া ১৫ হাজার ৮৪০ লিটার সয়াবিন তেল আমরা চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে উদ্ধার করেছি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় শুক্রবার রাতে একটি মামলা হয়েছিলো।

মামলার সুত্র ধরেই আমরা অভিযান পরিচালনা করি এবং মালামাল গুলো উদ্ধার
করি। এবং ট্রাকের চালক নিজাম উদ্দিন এবং ফটিক ছড়ি থেকে ইসমাইল নামে আরো একজনকে আটক করি।

এঘটনায় আরো যাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি তাদের বিষয়েও আমরা কাজ করছি। যারাই জড়িত থাকবে তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL