ক’দিন আগে রাইফেল ক্লাবে কর্মী সভায় যুবদলের এক নেতার বক্তব্য নিয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের শামীম ওসমান বলেছেন, ‘সুযোগ নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে আমাদের গালি দিচ্ছে, এটা ভালো হচ্ছে না। বিএনপির সিনিয়র নেতাদের বলবো-ওদেরকে সুশিক্ষা দেন। এগুলো দেখে মানুষ কিন্তু আপনাদের বাহ্ধসঢ়; বাহ্ধসঢ়; দিচ্ছে না। মানুষ আপনাদের খারাপ তো বলছেনই, সাথে বাপ-মার পরিচয় নিয়ে কথা তুলছে।’ সূত্রমতে, বাচ্চাকাচ্চা বলতে শামীম ওসমান জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে বুঝিয়েছেন।
মশিউর রহমান রনি এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার মনে হয় আপনার বয়স হয়েছে, আপনার চোখে সানি পড়েছে, এই জন্য আপনার এই বিএনপির বিক্ষোভের জনসমুদ্র চোখে পড়ে না। নারায়ণগঞ্জ হলো বিএনপির উর্বর ভূমি, এখানে প্রতিটা ঘরে শহীদ রাষ্ট্রপতির আদর্শের সৈনিক বসবাস করে। এখানে হত্যা, মামলা, গুম করে আপনি আমাদের কোন নেতাকর্মীদের থামাতে পারেন নাই।
২০ অক্টোবর বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে সারাদেশে ধরপাকড়, মিথ্য্ধাসঢ়; মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল কওে নেতা- কর্মীদের কারাগাওে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে রনি এসব কথা বলেন।
সেদিন শামীম ওসমান রনিকে উদ্দেশ্য করে যা বলেছিলেন শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে কর্মী সভায় শামীম ওসমান বলেছেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করেছি। তখন আমাদের কর্মীদের ঘর থেকে বের করে এনে মারা হয়েছে।
নারায়ণগঞ্জে যে অত্যাচার হয়েছে, হাজার হাজার নেতাকর্মী বাসায় থাকতে পারে নাই। এই জিনিসটা আপনারা মাথায় রাইখেন। তিনি আরও বলেন, তারপরেও আমরা শেখ হাসিনার কথায় সবকিছু ভুলে গেছি। আপনাদের এই কথা গুলো মাথায় রাখা উচিৎ, শুকরিয়া আদায়ের নামাজ পড়েন। কারণ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী। নাহলে আপনাদের কি করুণ পরিণতি হতো আপনারা জানেন না। অথচ, এই সুযোগ নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে আমাদের গালি দিচ্ছে, এটা ভালো হচ্ছে না। বিএনপির সিনিয়র নেতাদের বলবো-ওদেরকে সুশিক্ষা দেন। এগুলো দেখে মানুষ কিন্তু আপনাদের বাহ্ধসঢ়; বাহ্ধসঢ়; দিচ্ছে না। মানুষ আপনাদের খারাপ তো বলছেনই, সাথে বাপ-মার পরিচয় নিয়ে কথা তুলছে।’
কে এই রনি যুবদলের আগে রনি জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। তার বাবা মোস্তফা কামাল পরিচিত ঠিকাদার ও বিএনপি নেতা। ফতুল্লার এনায়েতনগর
ইউনিয়নের ৩নং ওয়ার্ড (বৃহত্তর মাসদাইর) আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান প্রধান তার মামা। যুবদল নেতা রনির মা আওয়ামীলীগ নেতা মতি প্রধানের বোন। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল
প্রধান ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ওরফে রিয়াদ প্রধানও যুবদল নেতা রনির ঘনিষ্ঠ আত্মীয়। আওয়ামীলীগ ও ছাত্রলীগের এই নেতাদের সহায়তায় রনির বাবা মোস্তফা ঠিকাদারি কাজ করেন বলে জানা গেছে।