নারায়ণগঞ্জ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ৪ যুবক রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হলো ফাহিম (২০) আরাফাত (১৮) ইমরান (১৯) ও বাপ্পি (২০)। এ সময় হামলাকারীরা ২টি দোকান ও ১টি বস ঘর ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। গত রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় এ
সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আহত ফাহিম বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে সন্ত্রাসী ইফরান, রায়হান ও সাজুসহ অজ্ঞাত নামা ২০/২৫ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, রোববার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সন্ত্রাসী ইফরানের জুতায় পারা দেওয়াকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যা ৭টায় উল্লেখিত বখাটে ইফরান, সাজু ও রায়হানসহ অজ্ঞাত নামা ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দড়ি-সোনাকান্দা এলাকায় অতর্কিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা ফাহিমকে বেদম ভাবে পিটিয়ে জখম করলে ওই সময় তার সাথে থাকা তিন বন্ধু ফাহিমকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ২টি দোকান ও একটি বসত ঘর ব্যাপক ভাংচুর করে পালিয়ে যায়। সন্ত্রাসী হামলার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।