পুনরায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুজ্জোহাসহ ওসমান পরিবারের স্বজনদের কবর জিয়ারত করলেন এড. আবু হাসনাত মো. শহিদ বাদল।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে শহরের মাসদাইর কবরস্থানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ওসমান পরিবারের স্বজনদের কবর জিয়ারত করেন ভিপি বাদল। এসময়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রয়াত ওসমান পরিবারের সকল সদস্যের বিদেহী
আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় ।
এসময় উপস্থিত আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধার সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, উপ- প্রচার সম্পাদক নাসির উদ্দিন, উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ
হোসেন ভূঁইয়া সাজনু, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান জিকু, ফতুল্লা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. অলিসহ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।