নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ও সেক্রেটারি এড.আবু হাসনাত শহিদ বাদলকে পুনরায় নির্বাচিত করায় সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ’র নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার ( ২৬ অক্টোবর ) বিকালে সভাপতি ও সেক্রেটারিকে সদর থানার আওয়ামীলীগের পক্ষ থেকে তাদের এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ আজিজ মাস্টার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবি এম আজহারুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সাবেক সদস্য মজিবুর রহমান, সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর, সেক্রেটারি সালেহ আহম্মেদ খোকন, সহ-সভাপতি মনির হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সওদাগর খান, গোগনগর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশির সিকদার, ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আলী মিয়া সরকার, ২নং ওয়ার্ডের সভাপতি আক্তার সুকুম, আলীরটেক ৪নং ওয়ার্ডের সভাপতি আঃ মালেক মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর থানা শেখ রাসেল শিশুকিশোর সংগঠনের সভাপতি নূর-হোসেন সওদাগর, গোগনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম, মোস্তফা কামাল,সেকান্দার আলী, যুবলীগের নেতা মোকলেস, কামরুল হাসান পারভেজ, রফিক প্রধান প্রমুখ।
প্রসঙ্গত গত ২৩অক্টোবর রবিবার ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে সভাপতি ও এড.আবু হাসনাত শহিদ বাদলকে সেক্রেটারি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুর কাদের।