সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে আমদানি করা ৩৭ কোটি টাকার বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ ধ্বংস করেছে র্যাব-১১।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের নির্দেশে মদগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন)।
গত ২৩ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবৈধভাবে আমদানি করা ওই মদ র্যাব। এ সময় এ অবৈধরবিদেশি মদের চালান আমদানি কারবারের সঙ্গে জড়িতদের মধ্যে মো.
নাজমুল মোল্লা (২৩) ও মো. সাইফুল ইসলাম সাইফুল (৩৪) কে গ্রেপ্তার করে।
এরই ধারাবাহিকতায় পরদিন ২৪ জুলাই সকালে বিমানবন্দর এলাকা থেকে এ চক্রের অন্যতম হোতা আব্দুল আহাদকে (২২) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক আমাদানি ও বিক্রির সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।