বন্দরে ৬ মাসের সন্তানসহ গৃহবধূ নিখোঁজ বাড়ী কাউকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে দীর্ঘ ২৪ দিনেও বাড়ী ফিরে আসেনি ৬ মাসের শিশু সন্তান সম্রাট সহ নিখোঁজ হওয়া গৃহবধূ সুলতানা বেগম (৩৬)।
এ ঘটনায় নিখোঁজের মা জোসনা বেগম বাদী হয়ে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১২০৭।
এর আগে গত ২ অক্টোবর সকাল ১০টায় বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে বের হয়ে শিশুসহ ওই গৃহবধূ নিখোঁজ হয়। নিখোঁজ ১ সন্তানের জননী সুলতানা বেগম উল্লেখিত এলাকার শহিদুল্লাহ মিয়ার
মেয়ে বলে জানা গেছে।
পুলিশ নিখোঁজ জিডি পেয়ে ৬ মাসের শিশু সন্তানসহ নিখোঁজ সুলতানা বেগমকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান কার্যক্রম অব্যহত রেখেছে।