নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা কদমতলা এলাকায় একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ তিনটি স্টেশনের মোট সাতটি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৮ অক্টোবর) রাত আড়াইটায় শারমিন জুট বেলার্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে গোডাউনের থাকা শ্রমিকরা জানান, সড়কের পাশে সামনের গোডাউন থেকে আগুনের মূল সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, শারমিন জুট বেলার্স চারজন মালিক মিলে গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুদ করে তারা রপ্তানি করে থাকেন ।
আগুন লাগার খবর পেয়ে তিনটি ষ্টেশনের মোট ৭টি ইউনিট তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত তদন্তের পর বলা যাবে। আগুনে কোন হতাহতের খবর নেই।