বন্দর মহা শ্মশানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরের দল কৌশলে মহা শ্মশানে প্রবেশ করে লাশ দাহ করার পুরানো চিতার একটি ২০ কেজী ওজনের লোহার রড চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে যে কোন সময়ে বন্দর চিতাশালস্থ মহা শ্মশানে এ চুরি ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মহা শ্মশানের অফিস সহকারি শ্রী কাসি
নাথ চন্দ্র দাস বাদী হয়ে শুক্রবার দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি চুরি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ
দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বন্দর মহা শ্মশানের অফিস সহকারি শ্রী কাসি নাথ চন্দ্র দাস রাতে খাবার খেয়ে শ্মশানের অফিস রুমে ঘুমিয়ে পরে। ওই সুযোগে অজ্ঞাত নামা চোরের দল কৌশলে মহাশ্মশানে প্রবেশ করে লাশ দাহ করার পুরানো চিতার একটি ২০ কেজী ওজনের লোহার রড চুরি করে নিয়ে যায়।
পরে অফিস সহকারি কাসি নাথ চন্দ্র দাস শুক্রবার সকালে লাশ দাহ কার স্থানে এসে দেখে পুরানো চিতার একটি ২০ কেজী ওজনের রোহার রড চুরি করে গেছে অজ্ঞাত চোরের দল। পরে অফিস সহকারি বিষয়টি বন্দর মহা শ্মশানের সেবায়েতকে অবগত করে এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।