রূপগঞ্জে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- রূপগঞ্জের কালাতি এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. সোহাগ (২২) ও একই এলাকার জাহিদুল ভূঁইয়ার ছেলে মো. তাইজুল ইসলাম।
গণধর্ষণের ৪৮ ঘন্টার মধ্যেই রবিবার (৩০ অক্টোবর) ভোরে রূপগঞ্জের কালাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।গত ২৮ অক্টোবর রূপগঞ্জ থানাধীন নলপাথর এলাকায় জনৈক কিশোরী গণধর্ষণের শিকার হয়। ওই গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে
এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের পরপরই এ ঘটনার সাথে জড়িতরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে র্যাব মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করে। তাদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।